মোঃ ফয়সাল হাওলাদার

মোঃ ফয়সাল হাওলাদার

নাম, বয়স কিংবা রঙ এসবের ভীড়ে নিজেকে হারাতে চাইনি কখনোই। তাই আমার পরিচয় আমি এক ক্ষুদ্র মানুষ। আমি যা কিছু লিখি তা কেবলই নিজের যাপিত জীবনের সুখ দুঃখ, ছুটে চলা, ভরদুপুর বা অবেলায় বসে কল্পনায় ভেসে আসা হিজিবিজি কথা মাত্র। আর এসব ভাগাভাগি করে নেই আমার সুহৃদদের সাথে। জন্মের পরে পরিবার কিছু একটা বলে ডাকার জন্য নাম দিয়েছিল ফয়সাল আর সেই থেকে ওটাই আমার নাম হয়ে গেলো। বেড়ে ওঠা দড়াটানা নদীর তীরে। সেই কারণে জল আর ঢেউ আমার ভীষণ প্রিয়। আমার যত কথা আর খুনসুটি সবই একমাত্র মেঘের সাথে..তাই আমার প্রথম কাব্য গ্রন্থের নাম দিয়েছিলাম মেঘ আরশী, যা প্রকাশিত হয় ২০২৪ সালে এবং নীল ফানুশ দ্বিতীয় কাব্য গ্রন্থ। আমার অবসর সময়ের সাথী মেঘ, জল আর শব্দ। নিজেকে নিয়ে লেখার মতো আমার কিছুই নেই। যা আছে তা কেবলই শব্দের পিপাসায় ছুটে বেড়ানো।

মোঃ ফয়সাল হাওলাদার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon